জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে মাদকব্যবসায়ীর কারাদণ্ড

 

জীবননগর ব্যুরো: জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকব্যবসায়ীর এক বছরের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার ম্যাজিস্ট্রেট ইউএনও নুরুল হাফিজ এ রায় প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল ভোরে দর্শনা নিমতলা বিজিবির হবিলদার মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর উপজেলার শিংনগর হালদারপাড়া মাঠে অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় মদসহ শিংনগর গ্রামের বাবর আলী মণ্ডলের ছেলে রহমত আলীকে (২০) আটক করে। আটককৃত রহমতকে মাদকদ্রব্যসহ ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট ইউএনও নুরুল হাফিজ তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত উদ্ধারকৃত মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

Leave a comment