আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বেলগাছি গ্রামে জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ধানের জমিতে সেচের পানি দেয়ার সময় একই পাড়ার দু সহোদর তাকে মেরে জমখ করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি পুরাতন মসজিদপাড়ার আনছার আলীর ছেলে হাকিম (৩৫) তার নিজ বরিং থেকে ধানের জমিতে সেচ দেয়ার সময় একই পাড়ার জবেদ আলীর দু ছেলে ইউসুফ (৩০) ও জাহাঙ্গীর (২৫) জোরপূর্বক পানি নিতে গেলে হাকিম বাঁধা দেয়। এ সময় দু সহোদরের হাতে থাকা লাঠি দিয়ে তাকে পিটিয়ে জখম করে।
হাকিম জানায়, গত ২০-২৫ দিন আগে ইউসুফ ও জাহাঙ্গীর তার (হাকিমের) বরিং থেকে জোর করে পানি নেয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদ হয়। পরে উভয়পক্ষ থানায় অভিযোগ করে। গতকাল পূর্বশত্রুতার জের ধরে আবারও জোরপূর্বক পানি দেয়াকে কেন্দ্র করে তাকে পিটিয়ে জখম করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি নেয়া হয়েছে।