মেহেরপুর অফিস: মেহেরপুরে মৃত্তিকা গ্রুপ থিয়েটারের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে শহরে আনন্দৱ্যালি বের করা হয় এবং বিকেলে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন ও সাধারণ সম্পাদক আশহাদুর রহমান অনুর নেতৃত্বে একটি একটি বর্ণ্যাঢ ৱ্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় ৱ্যালিতে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আল-মামুনসহ মৃত্তিকার সদস্যরা। এদিকে বিকেলে মৃত্তিকা গ্রুপ থিয়েটারের ৫ম বর্ষপূতি উপলক্ষে মৃত্তিকার নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন মেহেরপুর পৌর মেয়র মো. মোতাচ্ছিম বিল্লাহ মতু। এ সময় মৃত্তিকার সভাপতি মানিক হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশহাদুর রহমান অনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আসকার আলী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান, উদীচীর জেলা সভাপদি অ্যাড. ইব্রাহিম শাহীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন মিরু, শ্বাশত নিপ্পন, পৌর কাউন্সিলর আল মামুন প্রমুখ।