চুয়াডাঙ্গায় রাজনীতির নামে সহিংসতা ও মানুষ পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে সহিংসতা ও পেট্রোলবোমা মেরে মানুষ পোড়ানোর বিরোধিতাসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন গণজাগরণ মঞ্চ, উদীচী, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। গতকাল মঙ্গলবার বেলা ৪টায় জেলা শিল্পকলা একাডেমীর সামনে আয়োজিত এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক, সংলাপ সাংস্কৃতিক সংগঠনে সভাপতি মনিরুজ্জমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা নাননা, অরিন্দমের সদস্য আলাউদ্দিন, উদীচীর সদস্য আব্দুস সাত্তার, অরিন্দমের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, টানা ২২ দিন অবরোধে দেশ প্রায় অচল হয়ে পড়েছে। আগুনে পুড়ছে মানুষ। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে জামায়াত-শিবিরকে সাথে নিয়ে একটি রাজনৈতিক দল ক্ষমতা দখলের অপতৎপরতায় নেমেছে। তারা এর প্রতিবাদ জানান। অবিলম্বে মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধের আহ্বান জানান তারা।