স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের দিনব্যাপি ওরিয়েন্টশন কোর্স ও দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা মঙ্গলবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে অনুষ্ঠান শুরু হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক এবিএম রবিউল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন, বিশিষ্ট আলেম মাওলানা জহিরুল ইসলাম । বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ঢাকার সহকারী পরিচালক মশিউর রহমান।
অনুষ্ঠানে হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হামদ ও নাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন চুয়াডাঙ্গা বড়শলুয়া জামে মসজিদের ইমাম হাফজ ওসমান গনি, দ্বিতীয় উকতো জামে মসজিদের ইমাম মাও. দেলোয়ার হোসেন ও তৃতীয় হাফেজ মাসুদ। কোরআন তেলাওয়াতে প্রথম স্থান আলমডাঙ্গার আসাননগর মসজিদের ইমাম হাফেজ ইলেয়াস হোসেন, দ্বিতীয় মোচাইনগর মক্তবের শিক্ষক কাওছার আলী ও তৃতীয় স্থান অধিকার করেন দামুড়হুদার কলাবাড়ী মক্তবের শিক্ষক আবুল হাসান।