ডিঙ্গেদহ প্রতিনিধি: পদ্মবিলা আন্তঃইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয়। সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামীম সুলতান। অতিথি ছিলেন খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী। নফরকান্দি স্কুলের প্রধান শিক্ষক হানেফ উদ্দিন বিটোনের পরিচালনায় পদ্মবিলা ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় দিনব্যাপি এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।