শাহরুখ খানের সংলাপ আওড়ে আলোচনায় ওবামা

 

মাথাভাঙ্গা মনিটর: বারাক ওবামা নতুন দিল্লির একটি অনুষ্ঠানে শাহরুখ খানের সংলাপ আওড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। রাজধানী দিল্লির টাউন হলে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশে বক্তৃতা দেয়ার সময় ওবামা ভাঙা ভাঙা হিন্দিতে শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির একটি সংলাপ শোনান। তিনি ছবিটিতে শাহরুখ খানের সংলাপ- সেনোরিতা, বাড়ে বাড়ে দেশো ম্যে….. বলে হাস্যরসের সৃষ্টি করেন। আর এ সংলাপ শুনে এটা মনে হতেই পারে যে বলিউড বাদশা হিসেবে পরিচিত শাহরুখ খানের ভক্তের তালিকায় নাম লিখিয়েছেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।