প্রীতি ফুটবল ম্যাচে প্রথম রাজধানী ফুটবল একাডেমিকে পরাজিত করে জেলা দলের জয়লাভ

স্টাফ রিপোর্টার: কৃতী ফুটবলার মামুন জোয়ার্দ্দারের সৌজন্যে আয়োজিত শেষ প্রীতি ফুটবল ম্যাচে গতকাল মুখোমুখি হয় প্রথম রাজধানী ফুটবল একাডেমি ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল দল। খেলার প্রথমার্ধে প্রথম রাজধানী ফুটবল একাডেমি গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই অবশ্য জেলা দলের তরু গোল করে সমতা ফেরায়। দ্বিতীয়ার্ধে জেলা দলের সোহেল আরো ১টি গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী ফুটবলার চুয়াডাঙ্গার সন্তান মামুন হোসেন জোয়ার্দ্দার চুয়াডাঙ্গার ফুটবলকে এগিয়ে নিতে এ আয়োজনে সহযোগিতা করেন। অবশ্য তিনি খেলা চলাকালীন সময়ে উভয় দলের খেলোয়াড় কোথায় কিভাবে খেললে ভালো হয়, খেলোয়াড় কখন পরিবর্তন করতে হয়, সেসব বিষয়ে পরামর্শ প্রদান করেন। খেলা শেষে উভয় দলকে ডেকে তারা যে ভুলগুলো করেছিলো সেগুলো শুধরে দেয়ার পাশাপাশি সকল খেলোয়াড়দের নাস্তার ব্যবস্থা করেন। মামুন জোয়ার্দ্দার বলেন, আমি কয়েক দিনের মধ্যে কানাডার উদ্দেশে দেশ ত্যাগ করবো। তোমরা ফুটবল ও ক্রিকেট নিয়মিত অনুশীলন করবে। নিজের আগ্রহ ও অনুশীলনের সমন্বয়ের মাধ্যমে ভালো খেলোয়াড় হওয়া সম্ভব। তোমরা আমার জন্য দোয়া করো। আবার দেখা হবে।