খবর:(অবরোধের আগুনে প্রাণ গেলো আরো একজনের)
ওরা মোটেও জ্বলে না ভাই
যারা আগুন জ্বালায়,
গরিবরা খায় হাবুডুবু
ওরা আগেই পালায়।
আগুন জ্বালায় ফাগুন জ্বালায়
চাল সয়াবিন বাগুন জ্বালায়
লোভের আগুন ক্ষোভের আগুন
লাগছে আগুন কব্জিতে,
ঝাল তেল নুন কলা পিয়াজ
বরবটি শিম গরম কী আজ
আগুন হাঁটের সবজিতে।
আন্দলোনের গতি বাড়ে
আমজনতার ক্ষতি বাড়ে।
-আহাদ আলী মোল্লা