জীবননগর বাঁকা আন্তঃইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা আন্তঃইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের প্রধান।

৪৮টি ইভেন্টে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁকা ইউনিয়নের ৬টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আফরোজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবুল খায়ের, সোনা মিয়া নপতি, আলাউদ্দিন, আব্দুল ওয়াহেদ ও জোৎস্না খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়রে প্রধান শিক্ষক সানোয়ার হোসেন, সুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ খাতুন, সোন্দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও মো. তকারুজ্জামান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোমিন উদ্দিন।