ভালাইপুর প্রতিনিধি: ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এ স্লোগানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে ইউনিয়ন পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল পাঁচকমলাপুর সরকারি প্রথমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন ও সকল প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় পাঁচকমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক. খ গ্রুপের ৪৮টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিকেল ৩টায় আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খাদিমপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল বিশ্বাস ব্যানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার নুর ইসলাম, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মণ্ডল, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রশীদ মাসুম, কমলাপুর পুলিশ ক্যাম্প আইসি আলমগীর হোসেন, আলমডাঙ্গা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, হেল্থ অফিসার রাজীব হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটি সার্বিক পরিচালনা করেন পাঁচকমলাপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোতালেব হোসেন ও মফিজুর রহমান। অনুষ্ঠানে ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন।