ইবি প্রতিনিধি: ছাত্রদল সভাপতি ওমর ফারুককে আটকের প্রতিবাদে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় বুধ ও বৃহস্পতিবার ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদল। হরতালের বিষয়টি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাহেদ আহম্মদ নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বিকালে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে আটক ছাত্রদল সভাপতিকে মুক্তির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময়সীমা বেধে দেয় ছাত্রদল নেতারা। অন্যথায় বুধ ও বৃহস্পতি হরতাল পালনের হুমকি দেয়া হয়।
দপ্তর সম্পাদক সাহেদ আহম্মদ বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে আটকের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘন্টার সময় বেঁধে দেয়া হয়েছিলো। তবে এ সময়ের মধ্যে ছাত্রদল সভাপতির মুক্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ না নেয়ায় আগামী বুধবার ও বৃহস্পতিবার মোট ৩৬ ঘণ্টা হরতালের আহ্বান করা হয়েছে। বুধবার সকাল ছয়টা থেকে শুরু বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল চলবে। এটা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্বোঘোষিত কর্মসূচি বলেও তিনি জানান।
প্রসঙ্গত সোমবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া বাজার থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি ওমর ফারুককে আটক করে পুলিশ। ওমর ফারুকের মুক্তির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রদল সভাপতিকে মুক্তি না দিলে বুধবার ও বৃহস্পতিবার কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরে ৩৬ ঘণ্টার হরতাল পালনের হুমকি দেয় তারা। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি মোহাইমেনুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশাসনকে আল্টিমেটাম ও হরতাল পালনের হুমকি দেয়া হয়।