মাথাভাঙ্গা মনিটর: জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় সন্দেহভাজন সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে চার জন নিহত হয়েছেন। নিহত চারজনের মধ্যে দুজন ভারতীয় নিরাপত্তাবাহিনীর সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত নিরাপত্তাবাহিনীর দুই জনের মধ্যে এক জন এর আগে সাহসিকতার জন্য রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন। নিহত অপর দুজন হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। সেনাবাহিনীর একজন মুখপাত্র বন্দুকযুদ্ধে নিহতের খবর নিশ্চিত করে জানিয়েছেন, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার কর্নেল এমএম রাই ও একজন পুলিশ সদস্য জেলাটির মিন্ডোরা গ্রামে বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছেন। এ দুজন ছাড়াও নিরাপত্তাবাহিনীর আরো একজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তিনি আরো জানিয়েছেন, গুলির লড়াইয়ে দুজন হিজবুল মুজাহিদিনের সদস্য নিহত হয়েছেন।