আলমডাঙ্গার পারদুর্গাপূরে অবৈধভাবে বালি উত্তোলন : বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

 

আলমডাঙ্গা ব্যুরো: আবারও আলমডাঙ্গার পারদুর্গাপুর গ্রামে বালি উত্তোলনকারীদের উৎপাতে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা ও ব্রিজের নিকটবর্তী স্থান থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার কারণে রাস্তা ও ব্রিজ ধসে পড়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে। এ অপচক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন।

লিখিত আবেদন মারফত জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের পারদুর্গাপুর গ্রামের মৃত আবুল মণ্ডলের দু ছেলে ওমর আলী ও মতলেব আলী নিজ গ্রামের বিলের পাশের গুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজের নিকটবর্তী স্থান থেকে দীর্ঘদিন ধরে শ্যালোইঞ্জিন দিয়ে মাটির গভীর স্তর থেকে বালি উত্তোলন করে বিক্রি করে আসছে। ফলে ইতোমধ্যেই দক্ষিণ-পূর্বকোণে ও উত্তর পূর্বকোণে অবস্থিত অন্য কৃষকের ফসলি জমি ও বাঁশ বাগান ও বরোজের জমির মাটি ভেঙে পড়ছে। এছাড়া মাটির গভীর স্তর থেকে ক্রমাগত বালি আহরণের ফলে উত্তরে খুব নিকটে অবস্থিত বিলের ওপর দিয়ে নির্মিত ব্রিজটির একাংশ এখন ভেঙে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। আশঙ্কা সৃষ্টি করেছে বালি উত্তোলনের খালের পাশ দিয়ে চলে যাওয়া জনগুরুত্বপূর্ণ রাস্তাটি ভেঙে পড়ার। এ ব্যাপারে একাধিকবার মৌখিকভাবে গ্রামবাসী ও ইউপি প্রতিনিধিরা নিষেধ করলেও কোনো কাজ হয়নি। ফলে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ গ্রামবাসী আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের ও অবৈধ বালি ব্যবসায়ী দু সহোদরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে লিখিত আবেদন জানিয়েছেন।