আন্তঃইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: মধ্য আয়ের দেশ গড়তে জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল মঙ্গলবার বিকেলে আলুকদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ২ দিনব্যাপি আন্তঃইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা একেএম মামনুজ্জামান, নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্র নাখ পোর্দ্দার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয়নুল ইসলাম। এ প্রতিযোগিতায় ৪৮টি ইভেন্টে ৪৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।