টিপ্পনী

 

খবর:(চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত: ৫ ব্যবসায়ীকে জরিমানা)

 

কেউ মানে না বিধি-নিষেধ

আইন তোলে লাটে,

সকল কাজে ফাতরামি আর

চলন-বলন ডাঁটে।

 

স্বার্থ ছাড়া হাঁটো নাকো

করো টাকার খোঁজ,

দোষ করলে সোজা কথা

নিতেই হবে গোঁজ।

 

গোঁজের ধকল আচ্ছা ধকল

বিসানি আর টাটায়,

ক্ষোভ করে কেউ গাল ভেঙ্গো না

ঝেলো নোড়া-পাটায়।

 

 

-আহাদ আলী মোল্লা