চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আলোচনাসভা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আলোচনাসভা ও রিকশাৱ্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের রেলপাড়াস্থ কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কাস্টমস কর্মকর্তা এএসএম নাজমুল হক শিমুল, সহকারী রাজস্ব কর্মকর্তা শেখ খেলাফত হোসেন, সিপাহী কাজিউল ইসলাম, নিলুফার ইয়াসমিন, খায়রুল বাশার, অফিস সহকারী শ্যামল কুমার দাস, জাহিদুল হক, আরিফুল ইসলাম প্রমুখ। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিলো ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা’। আলোচনা শেষে একটি রিকশাৱ্যালি বের হয়ে চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে ফিরে যায়।

দর্শনা অফিস জানিয়েছে, বিশ্ব কাস্টমস দিবস উপলক্ষে দর্শনায় দিবসটি যথাযথভাবে পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দর্শনা কাস্টমস সার্কেল থেকে একটি ৱ্যালি বের করা হয়। কাস্টমস কর্মকর্তা আতিকুর রহমানের নেতৃত্বে ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালিতে কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।