আলমডাঙ্গার ঘোষবিলায় গরম তেলে পড়ে ঝলসে গেছে এক শিশু

 

জামজামি প্রতিনিধি: অসাবধানতায় গরম তেলের কড়াইয়ে পড়ে ১৪ মাসের শিশু জুবায়ের ঝলসে গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। শিশু জুবায়েরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের দরিদ্র ফারুক আহম্মেদের ছেলে শিশু জুবায়ের আহাম্মদকে রান্নাঘরের মেঝেতে বসিয়ে রেখে রান্না করছিলেন মা আর্জিনা খাতুন। কড়াইয়ে গরম তেলের পাশে টিউবওয়েলে পানি আনতে যান আর্জিনা খাতুন। এ সময় শিশু জুবায়ের তেলের কড়াইয়ের মধ্যে পড়ে যায়। শিশু জুবায়েরে শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়।