নতিপোতায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা ইউনিয়নে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়মাঠে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে নতিপোতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাফর আলী প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ প্রতিযোগিতায় ইউনিয়নের ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দিনব্যাপি নানা প্রতিযোগিতা শেষে বিকেলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবিদ আজাদ আকমলের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নতিপোতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাফর আলী। বিশেষ অতিথি ছিলেন নতিপোতা ইউপি সচিব মোস্তাফিজুর রহমান, ভগিরথপুর ক্যাম্প ইনচার্জ এসআই ফারুকুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জহুরুল ইসলামসহ সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন নতিপোতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও হোগলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফায়েত হোসেন।