দামুড়হুদায় পৃথক দুর্ঘটনায় দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার: দামুড়হুদায় পৃথক দুর্ঘটনায় দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরত্বর হওয়ায় ঢাকা পঙ্গুতে নেয়া হয়েছে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের উকতো গ্রামের পলান মণ্ডলের ছেলে আসকার আলী (৫০) বাইসাইকেলযোগে দর্শনা যাচ্ছিলেন। চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের লোকনাথপুর মোড়ে পৌঁছুলে পেছন থেকে একটি পাওয়ারটিলার তাকে ধাক্কা দিয়ে পিষ্ট করে। এ ঘটনায় তার একটি পা ভেঙে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা পঙ্গুতে রেফার করেন।

অপরদিকে দামুড়হুদা-কাপাসডাঙ্গা সড়কের চিতলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় করিমনের ধাক্কায় ছিটকে পড়ে আহত হন নাটুদা গ্রামের ফিরোজ আলীর ছেলে আসর উদ্দিন (৬০)। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপালে ভর্তি করা হয়েছে।