চুয়াডাঙ্গা প্রদীপন বিদ্যাপীঠের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সিসি ক্যামেরার উদ্ধোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রদীপন বিদ্যাপীঠের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ও ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার সকালে সিঁড়িসহ দুটি ক্লাসরুমের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। এ সময় দোয়া পরিচালনা করেন শিক্ষক সরোয়ার হোসেন। পরে জেলা প্রশাসক রিমোট চেপে ১৩টি ক্লাসরুমে স্থাপিত সিসি ক্যামেরা চালু করেন। সিঁড়িসহ ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ লাখ টাকা। একই সাথে বাথরুম সংস্কার ও বিদ্যালয়ের পেছনে পাঁচিল নির্মাণকাজ শুরু হয়েছে।

এদিকে এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি একেএম সালাউদ্দিন মিঠুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহাবুবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, প্রদীপন বিদ্যাপীঠের লেখাপড়ার মান ভালো, সেটা ধরে রাখতে হবে। আর ভালো লেখাপড়া পেতে হলে ব্যয় আপনাদের বাড়াতে হবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের টাকায় আমরা দুটি ক্লাসরুম করতে যাচ্ছি। আপনাদের সহযোগিতা পেলে আগামীতে প্রতিটি ক্লাসে শিশুদের মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটির সদস্য অ্যাড. আতিয়ার রহমান, হাফিজুর রহমান হাপু, বিপুল আশরাফ, সোহেল আকরাম, কামরুজ্জামান চাঁদসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।