ভালাইপুর প্রতিনিধি: ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল এ স্লোগানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল চিৎলা রুইথনপুর সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ খেলায় হাজার হাজার দর্শকে মুখরিত ছিলো মাঠ। চিৎলা ইউনিয়রে সহযোগিতায় চিৎলা রুইথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আযোজনে ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় নিয়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক,খ গ্রুপের ৪৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিকাল ৩টার দিকে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা যুবলীগ নেতা চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নুর ইসলাম, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লেহাজ উদ্দিন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আসলাম উদ্দিন বিশু, চিৎলা রুইথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সফি উদ্দিন মেম্বার, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আবু তাহের আবু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন রেজা, প্রধান শিক্ষক হাসান উজ জামান, শাহ মো. শাহাবুল হক, রবিউল হক প্রমুখ। বক্তব্য রাখেন ইন্তাদুল মেম্বার, অহিদুল মেম্বার, হোসেন আলী, আবেদ আলী প্রমুখ। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়াবিদ মহাসিন রেজা। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন চিৎলা রুইথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক রইস উদ্দিন, দৈনিক মাথাভাঙ্গার ভালাইপুর প্রতিনিধি সাইদুর রহমান ও জলিল মোল্লা।
এদিকে চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের উদ্যোগে ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো উৎসাহিত করতে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ পুরস্কার হিসাবে দেন।