দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মওলা করিমকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার দুপুর ২টার দিকে আনসার-ভিডিপি কার্যালয়ে সংবর্ধনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশনারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী কর্মকর্তা মওলা করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মকবুল হোসেন। উপস্থিত ছিলেন দলপতি রাশিদা খাতুন, মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, আক্তার ফারুক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন দলপতি আব্দুল হান্নান।