মুজিনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবানীপুর এফএসআর ইটভাটার নারীশ্রমিককে গতকাল রোববার দুপুরে কুপিয়ে জখম করেছে সোহাগ হোসেন নামের পাশের আর এক ইটভাটা শ্রমিক। আহত নারী শ্রমিককের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন আহত ওই নারীশ্রমিক।
আহত ও থানা সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের এফএসআর ইটভাটায় প্রতিদিনের ন্যায় রোববার কাজে গিয়েছিলেন ওই নারীশ্রমিক। এ সময় তার ভবানীপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সহকর্মী শ্রমিক সোহাগ তাকে কুপ্রস্তাব দেয়। কিন্তু প্রতিবাদ করলে ঘটে বিপত্তি। সোহাগের হাতে থাকা ধারালো হেঁসো দিয়ে ওই নারী শ্রমিকের বাম হাতে কুপিয়ে জখম করেন। তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকালেই তিনি সোহাগকে আসামি করে যৌন হয়রানির অভিযোগে মুজিবনগর থানায় মামলা দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।