সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম সাংবাদিক জহির রায়হান

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার করিমপুর গ্রামে আলমসাধু-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাথাভাঙ্গা নতিপোতা প্রতিনিধি জহির রায়হান গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ১১টার দিকে। গতকাল শনিবার সকালে সংবাদ সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী গ্রাম করিমপুরে পৌঁছুলে রাস্তার পাশ থেকে আসা দ্রুতগামী আলমসাধু তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। তিনি পায়ে গুরুতর আঘাত পান এবং তার শরীরের ভিন্ন স্থানে কেটে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে।