জীবননগর নতুনপাড়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

 

জীবননগর ব্যুরো: জীবননগরের নতুনপাড়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশে মাদকদ্রব্য প্রবেশ বন্ধ, নারী ও শিশুপাচার প্রতিরোধ, অবৈধভাবে উভয় দেশে অনুপ্রবেশ রোধ ও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উপজেলা সীমান্তের ৬৬/৫-এস পিলারের শূন্যরেখা বরাবর নতুনপাড়ায় নতুনপাড়া বিওপি বিজিবি ও বানপুর বিএসএফ ক্যাম্পের সদস্যদের নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ের অন্তর্গত নতুনপাড়া ক্যাম্প কমান্ডার হাবিলদার সামছুল আলম ও ভারতের ১৭৩ ব্যাটালিয়নের অন্তর্গত বানপুর ক্যাম্প কমান্ডার এসআই মানস কুমার নেতৃত্ব প্রদান করেন।