খালেদা জিয়ার জন্য কাশিমপুর কারাগার অপেক্ষা করছে
শরিফুল ইসলাম/মিলন আলী: কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সোন্দাহ-নফরকান্দি গ্রামে জাসদের জনসভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, সন্ত্রাসী, জঙ্গিবাদীদের দিয়ে বিক্ষিপ্ত বোমাবাজি করে বর্তমান সরকারের পতন ঘটানো যাবে না। পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার হুকুমদাতা হিসিবে খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে। বেগম খালেদা জিয়ার জন্য কাশিমপুর কারাগার অপেক্ষা করছে। চলন্ত ট্রেনে যারা বোমা মারতে যাবে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার জাসদ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়ে ওই সমস্ত বোমা হামলাকারীদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করবেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মিরপুর উপজেলার রেললাইনের ফিস প্লেট তো দূরের কথা, একটি পাথরও যদি নষ্ট করা হয় তাহলে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের গ্রেফতার করে জেলহাজতে রাখা হবে। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, যদি শক্তি-সাহস থাকে তাহলে নেতাকর্মীদের নিয়ে মাঠে এসে আন্দোলন করেন। এসএসসি পরীক্ষার সময় যদি হাঙ্গামা হয় তাহলে বিএনপি জামায়াতের কাউকে ছাড় দেয়া হবে না।
ছাতিয়ান ইউপি জাসদ নেতা আ. রশিদের সভাপতিত্বে ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমেদ আলীর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা জাসদরে সভাপতি হাজি গোলাম মহাসিন, জেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলম স্বপন, পল্লী বিদ্যুত সমিতির সভাপতি জাসদের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ, মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুন। জনসভা শেষে সুশুড়ি গোলাবাড়ী এলাকার সোয়া পাঁচশ পরিবারকে শুভগ্রাম বিদ্যুতায়নের আওতায় এনে নতুন বিদ্যুত সংযোগ দেয়া হয়। মঞ্চে সুইচ টিপে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে শুভগ্রাম বিদ্যুতায়ানের উদ্ধোধন করেন তথ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন- মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, কুষ্টিয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা (তদন্ত), কুষ্টিয়া জেলা পল্লী বিদ্যুত সমিতির জিএম মখলেছুর গনি, ছাতিয়ান ইউপি চেয়ারম্যান জসিম বিশ্বাস, পোড়াদহ ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান মজনু, কুর্শা ইউপি জাসদ সভাপতি জামিরুল মেম্বার, আমবাড়িয়া ইউপি জাসদ নেতা হারুন অর রশিদ, জাসদ নেতা ওমর আলী, মালিহাদ ইউপি চেয়ারম্যান জাসদ নেতা বদরুজ্জামান বদু, জাসদ নেতা মহর আলী প্রমুখ।