ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: নাশকতা ঠেকাতে একই মোটরসাইকেলে দুজন আরোহী না চড়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তারই ধারাবাহিকতায় দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিএম ইমদাদুল হকের নেতৃত্বে চেকিং অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে মোটরসাইকেল চেকিং ও চালকদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। এ বিষয়ে এসআই জিএম ইমদাদুল হক জানান, মোটরসাইকেল চালকদের একই মোটরসাইকেলে দুজন আরোহীকে না ওঠার জন্য সতর্ক করে দেয়া হচ্ছে। সেই সাথে দুর্ঘটনা এড়াতে দ্রুত গতিতে মোটরসাইকেল চালালে তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।