আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা আনন্দধাম দোলা স্টুডিও মালিক সুমনকে পূর্ব শত্রুতার জের ধরে মাথায় ডেগার মেরে রক্তাক্ত জখম করেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে আনন্দধাম- হাউসপুর ব্রিজের ওপর সাইকেল দাঁড় করিয়ে এ ঘটনা ঘটায়।
জানা গেছে, আলমডাঙ্গা বাদেমাজু গ্রামের মতিয়ার রহমানের ছেলে সুমন (১৭) দীর্ঘদিন ধরে আনন্দধাম রোডের পাশে স্টুডিওর ব্যবসা করে। প্রতিদিনের ন্যায় গতকালও সুমন স্টুডিও বন্ধ করে বাড়ি যাওয়ার পথে ব্রিজের ওপর কয়েকজন উঠতি বয়সের যুবক তার নাম জিজ্ঞাসা করার সাথে সাথে সুমনকে মারধর শুরু করে। এ সময় কালিদাসপুর পালপাড়ার রুবেলের হাতে থাকা ডেগার দিয়ে সুমনের মাথায় মারলে সে রক্তাক্ত জখম হয়। পরে রক্তাক্ত জখম অবস্থায় সুমনকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করেন। সুমন ও তার চাচা চিনিরদ্দিন অভিযোগ করে বলেন, জখম অবস্থায় সুমনের কাছে থাকা মোবাইল দিয়ে তার চাচার কাছে ফোন করতে গেলে তার মোবাইল কেড়ে নেয় এবং সুমনের কাছে থাকা ভিডিও ক্যামেরা ও নগদ এক হাজার টাকাও কেড়ে নেয়। রক্তাক্ত জখম অবস্থায় সে বাইসাইকেল রেখে দৌড় মারলে পরে তার বাইসাইকেলটিও পাওয়া যায়নি।