সৌদি বাদশাহর মৃত্যু সংবাদে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

 

মাথাভাঙ্গা মনিটর: সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। মার্কিন বাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম ৮৮ সেন্ট  বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি তেলের মাপকাঠি হিসেবে গণ্য ব্রেন্টের দামও ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৪৯ দশমিক ৫৮ ডলারে উঠেছে। অবশ্য তেলের বাজারের প্রবণতায় আগামী কয়েক মাসে বড় ধরনের পরিবর্তন আসবে না বলে অনেকে মনে করছেন। সৌদি বাদশাহর মৃত্যু সংবাদে পণ্যের বাজার হয়তো একটি ধাক্কা খেয়েছে এবং তারই প্রতিক্রিয়ায় তেলের দাম খানিকটা বেড়েছে যা দ্রুত ঠিক হয়ে যাবে। অ্যানার্জি পলিসি রিসার্চ ফাউন্ডেশনের তেল বিষয়ক প্রবীণ উপদেষ্টা ল্যারি গোল্ডস্টেইন এ মন্তব্য করেছেন। গত জুন থেকে তেলের দাম প্রায় ৬০ শতাংশ কমে গেছে। গত কয়েক মাস ধরে দুর্বল চাহিদা এবং অব্যাহত অতিরিক্ত সরবরাহকে তেলের মূল্য পতনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবসহ কয়েকটি দেশের অতিরিক্ত সরবরাহের কারণে তেলের দাম অস্বাভাবিকভাবে কমেছে।