ইয়েমেনের প্রেসিডেন্টের পদত্যাগ

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদি পদত্যাগ করেছেন দেশটির শক্তিশালী শিয়া গোষ্ঠী হাউতি বিদ্রোহীরা প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালানোর একদিন পর গত বৃহস্পতিবার তিনি পদত্যাগ করলেন। হাদির পদত্যাগের ফলে দেশটিতে গভীর রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিস সন্ত্রাসী সংগঠন আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ মিত্র ইয়েমেনের এ রাজনৈতিক অনিশ্চয়তায় হতাশ যুক্তরাষ্ট্র। সাবেক জেনারেল হাদি হাউতি বিদ্রোগীদের প্রতি অভিযোগ করে বলেন, রাজধানী সানা বিদ্রোহীরা দখলে নেয়ায় ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় তার দু বছরের প্রচেষ্টা কোনো ফল পায়নি। আরব উপদ্বীপের আড়াই কোটি জনসংখ্যার এ দেশটির হাউতি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে ইরান। ২০১৪ সালের সেপ্টেম্বরে দেশটির সেনাবাহিনীর সাথে লড়াই করে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় এ শিয়া বিদ্রোহী গোষ্ঠী। আর এরপর থেকেই প্রেসিডেন্ট হাদির কাছে নানা দাবি আর শর্ত জানাতে থাকে হাউতি গোষ্ঠী। একটি হোটেলের নিরাপত্তার তদারকের দায়িত্ব পালনকারী আহমেদ আল-ফাতেস বলেন, এটি একটি অভ্যুত্থান। হাদিকে ভয় দেখিয়ে সরিয়ে দেয়া হয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন, হাউতিরা জোর করে ক্ষমতা দখল করেছে। হাদিই বৈধ প্রেসিডেন্ট এবং ৬০ লাখ ইয়েমেনি তাকে নির্বাচন করেছে। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা আনার চেষ্টা করেছেন।