দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া এলাকায় গোপন বৈঠক করার সময় উপজেলা জামায়াতের এক রোকনসহ ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। দৌলতপুর থানা পুলিশ জানায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পদামাদিয়া মধ্যপাড়া গ্রামের ডা. ফজলুর রহমানের বাড়িতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা গোপনে বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের রোকন আব্দুস সাত্তার এবং জামায়াত নেতা নুরুল ইসলাম, হাফিজুল ইসলাম ও রফিকুল ইসলামকে আটক করে। দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশে তারা সেখানে বৈঠক করছিলো।