মেহেরপুরে মেধাবী গরিব ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মেহেরপুর অফিস: গতকাল শুক্রবার মেহেরপুরে গরিব মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ, ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও মেহেরপুর শহরের বিসিএস প্রশাসনিক ক্যাডারভুক্ত ৩ কৃতী নারী কর্মকর্তাকে স্বর্ণপদক প্রদান করেছেন মেহেরপুর পৌরসভা।

বিকেলে শহীদ ড. সামসুজ্জোহা সামসুজ্জোহা নগর উদ্যানে পৌরসভার উদ্যোগে আয়োজিত বাইসাইকেল বিতরণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. মোতাছিম বিল্লাহ মতু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, জেলা জজ কোটের পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক মোখলেছুর রহমান। বক্তব্য রাখেন- মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা, সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন প্রমুখ। আলোচনাসভা শেষে মেহেরপুর শহরের বাসিন্দা তিনজন প্রশাসনিক বিসিএস ক্যাডারভুক্ত নারীকে স্বর্ণপদক প্রদান করা হয়। স্বর্ণপদক প্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোনিয়া হাসান, টাঙ্গাইল জেলা জজ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লুনা ফেরদৌস ও ঢাকার উত্তরা থানার এএসপি নুরানী ফেরদৌস দিশা। এ সময় ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯২ জন ছাত্রছাত্রীর মাঝে ক্রেস্ট প্রদান ও মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ৬৫টি বাইবাইসাইকেল প্রদান করা হয়।