বাংলাদেশের ইতিহাসে ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের ৭ নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে সাতগাড়ি মোড়ে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। জেলা ছাত্রলীগের সদস্য খালিদ হাসানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি রুবাইত বিন আজাদ সুস্তির, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, জেলা ছাত্রলীগের সাহাবুল হোসেন, ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক আব্দুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, ছাত্রলীগ নেতা ফয়সাল, আব্দুল মালেক, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজনুল হক পচা, ছাত্রলীগ নেতা রাজীব, রনি, কাদের, শিমু, শিমুল, টোকন, জীম, লিপু, রিজভী, কাজল, ইব্রাহীম, ঝলক, রাদল, আলীহিম, রানা, রাজা, সাব্বির, রোকন, সাহেব, জেলা যুবলীগের রাব্বি, দয়াল, রানাসহ ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহ্যবাহী সংগঠন। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে প্রতিটি লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্রলীগ। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগসহ প্রতিটি ইউনিট ছাত্রলীগের একমাত্র অভিভাবক সোলায়মান হক জোয়র্দ্দার ছেলুনের ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ছাত্রলীগ সর্বদা রাজপথে থেকে বিএনপি-জামায়াতের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল। প্রেসবিজ্ঞপ্তি।