স্টাফ রিপোর্টর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের জন্য ক্ষমতাসীন দলের অনেক নেতা-এমপি দাবি জানালেও এ রকম কোনো নির্দেশ মন্ত্রণালয়ে এখনো আসেনি বলে গতকাল শুক্রবার জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কয়েক দিন ধরেই বাংলাদেশ সরকারের মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের নেতারা প্রয়োজনে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন।
বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের ডাকা অবরোধ-হরতালের সময় সারা দেশে গত ৫ জানুয়ারির পর থেকে সহিংসতা এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এতে এ পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এই প্রেক্ষাপটে জাতীয় সংসদে গত বুধ ও বৃহস্পতিবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বেশ কয়েকজন এমপি খালেদা জিয়াকে ‘নাশকতার জন্য বিচারের সম্মুখীন করা’ এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সংসদের বাইরে ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন নেতাও একই ধরনের কথা বলেছেন। তবে আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, দলের ভেতরে খালেদা জিয়াকে গ্রেপ্তারের একটা চাপ থাকলেও কোনো সিদ্ধান্ত হয়নি। নাম প্রকাশ না করে তিনি বলেছেন, এটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ রকম কোনো নির্দেশ এখনো আসেনি। কোনো আদালত থেকেও এ রকম নির্দেশ আসেনি। খালেদা জিয়া এখনো ঢাকার গুলশানে দলীয় কার্যালয়ে অবস্থান করছেন। দলের নেতারা বলছেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন।