ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা কমান্ডার আছির উদ্দিনের সভাপতিত্বে কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু হোসেন, জেলা সাংগঠনিক কমান্ডার আতিয়ার রহমান, যুদ্ধকালীন কমান্ডার আ. হাকিম, সহকমান্ডার নাসির উদ্দিন, অর্থ কমান্ডার আলাউদ্দিন। সভা শেষে কার্পাসডাঙ্গা ইউনিয়নে নজরুল ইসলাম, কুড়ুলগাছি ইউনিয়নে ইস্রাফিল হোসেন ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে ফজলুল হককে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।