চুয়াডাঙ্গার গহেরপুরে গরুচোরচক্রের হানা : গ্রামবাসীর প্রতিরোধের মুখে বোমা বিস্ফোরণ

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের গহেরপুর গ্রামে গরুচোর চক্র হানা দিয়ে দুটি গরু নিয়ে গেছে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে সঙ্ঘবদ্ধ চোরচক্র।

গ্রামবাসী জানায়, গত বুধবার রাত ২টার দিকে সঙ্ঘবদ্ধ গরুচোরচক্র চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গহেরপুর গ্রামের খোসেল জোয়ার্দ্দারের ছেলে মসলেমের বাড়িতে ঢোকে। এ সময় চোরেরা মসলেমের গোয়ালঘর থেকে দুটি গরু খুলে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে বাড়ির লোকজন উঠে গোয়ালঘরে গরু দেখতে না পেয়ে চিৎকার দিতে থাকে এবং গ্রামবাসী গরুর সন্ধানে মাঠে বেরিয়ে পড়ে। লোকজনের চিৎকারে চোরেরা গ্রামের আমজেদের বাড়ির সামনের বাঁশবাগানে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করলে গ্রামবাসী পিছু হটে। ঘণ্টাখানেক পর মাঠ থেকে একটি গরু উদ্ধার করে গ্রামবাসী। এ বিষয়ে তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই ওয়ালিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে দূরত্ব গহেরপুর গ্রামে পৌঁছে চোরচক্রকে ধরতে অভিযান চালায়।