আদালতে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে সংসদে বিল

স্টাফ রিপোর্টার: আদালতের প্রতিদিনের কর্মকাণ্ডের দলিলাদি বাধ্যতামূলকভাবে বাংলায় করার জন্য আইন সংশোধনের প্রস্তাব করে সংসদে একটি বেসরকারি বিল উত্থাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলা ভাষা প্রচলন (সংশোধন) বিল ২০১৪ শিরোনামের এ বিলটি উত্থাপন করেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে রুস্তম আলী ফরাজী বলেন, বাংলা ভাষার ব্যাপক ব্যবহার ও প্রচলনের উদ্দেশ্যে ১৯৮৭ সালের মার্চ মাসে বাংলা ভাষা প্রচলন আইন সংসদে পাস হলেও দেশের কোর্ট-কাচারিতে বিভিন্ন মামলার ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার হচ্ছে না। ফলে দেশের পল্লি তথা গ্রামীণ এলাকার অল্পশিক্ষিত মানুষ মামলার রায় বুঝতে না পেরে নানাভাবে প্রতারিত হচ্ছেন। বাংলা ভাষা প্রচলন আইন-১৯৮৭ সংশোধন হলে বাধ্যতামূলকভাবে দেশের সব আদালতের কার্যাবলি বাংলায় সম্পন্ন করতে হবে।

Leave a comment