ভারতীয় ভিসার আবেদন সরাসরি

 

স্টাফ রিপোর্টার: ভারতীয় ভিসার জন্য এখন আর অনলাইনে আবেদন পূরণের  পর জমা দিতে নির্ধারিত তারিখের জন্য অপেক্ষা করতে হবে না। যেকোনো সময় সেন্টারে গিয়ে সরাসরি জমা দেয়া যাবে। বৃহস্পতিবার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুধু পর্যটক ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসার আবেদন কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়াই নিজে এসে সরাসরি জমা দিতে পারবেন। ঢাকার গুলশান, মতিঝিল, ধানমণ্ডি ও খুলনার ভিসা আবেদন কেন্দ্রে এসে আবেদনপত্র জমা দেয়া যাবে। এর আগে অনলাইনে ফরম পূরণ করে পাওয়া নির্ধারিত তারিখেই সেন্টারে গিয়ে তা জমা দিতে হতো।