স্টাফ রিপোর্টার: দামুড়হুদার ছুটিপুর স্কুলমাঠে ভগিরথপুর ও ছুটিপুর গ্রামের মধ্যে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এ খেলা শুরু হয়। টসে জিতে সবকটি উইকেট হারিয়ে ১৩ ওভারে ভগিরথপুর ৮৬ রান করে। প্রতিপক্ষ ছুটিপুর একাদশ ১১ ওভারে ৭৫ রানে অলআউট হয়ে যায়। এ খেলায় সাংবাদিক তৌহিদ তুহিন ৯ রানে ৫ উইকেট নেয়। অ্যাম্পয়ারের দায়িত্বে ছিলেন সোহেল রানা ও সাইদুর রহমান।