জীবননগর ব্যুরো: ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ডিকেআইবি জীবননগর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যরা গতকাল বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন। উপজেলা মিলনায়তনে ডিকেআইবির যশোর অঞ্চলের সিনিয়র সহসভাপতি এসএপিপিও মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শপথবাক্য পাঠ করান গত বছরের ২২ ডিসেম্বর ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ জীবননগর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি এসএএও জামানুর রহমান, সহসভাপতি শামসুজ্জামান ও আতিকুল আলম, সাধারণ সম্পাদক মো. আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শিমুল পারভেজসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ শপথবাক্য পাঠ করেন।