মৌমাছির কামড় খেয়েও জিতলেন ফেদেরার

মাথাভাঙ্গা মনিটর: জীবনের পঞ্চম অস্ট্রেলিয়ান ওপেন পাবেন কি না তা বলার সময় হয়তো এখনও আসেনি। তবে বুধবার মৌমাছির কামড় খেয়ে, প্রথম সেট হারার পর যেভাবে ফিরে আসলেন রজার ফেদেরার, তা এক কথায় অতুলনীয়। ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ইতালির সিমিওনে বোলেলির মুখোমুখি হয়েছিলেন। প্রথম সেটে হারার পরেই হাতের যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন রাফা। কোর্টের বাইরে বেশ কিছুক্ষণ তার শুশ্রষা চালায় মেডিকেল টিম। দর্শকদের অনেকেই বুঝতে পারেননি ঠিক কি কারণে ফেদেরার হাতে ব্যথা পেলেন। কোর্টে ফিরেই সিমিওনেকে বুঝিয়ে দিলেন কেন তিনি ১৭ বার গ্র্যান্ড স্ল্যাম পেয়েছেন। ট্যাকটিস বদলে দ্রুত রক্ষণাত্মক ফর্মে চলে আসলেন। যার ফলে পরের সেটগুলিতে মুখ তুলতে পারেনি ইতালিয়ান প্রতিদ্বন্দ্বী। ফেদেরার শেষ পর্যন্ত ৩-৬ ৬-৩ ৬-২ ৬-২ সেটে ম্যাচ বার করে নেন।