আলমডাঙ্গা ব্যুরো: ভালো কিছু করার জন্য সদিচ্ছা আর পরিশ্রম করার মানসিকতাই যে যথেষ্ট তার প্রমাণ রাখলো আলমডাঙ্গা হাউসপুরের কিছু উদ্যোমী যুবক। গতকাল বুধবার তারা স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে জনগুরুত্বপূর্ণ আলমডাঙ্গা-খাসকররা ভায়া বেলগাছি সড়কের বেশ কিছু ভাঙাচোরা অংশ।
জানা গেছে, আলমডাঙ্গা-খাসকররা বাজার ভায়া বেলগাছি সড়কটির বেহালদশা। মাঝে মাঝে গর্তের সৃষ্টি হয়েছে। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ সড়কটির আলমডাঙ্গার হাউসপুর থেকে বেলগাছি পর্যন্ত অংশে বেশি ভাঙাচোরা। ফলে সড়কটির এ অংশে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। ধান-পাট বোঝাইকৃত ভ্যান, আলমসাধু মাঝেমধ্যে উল্টে পড়ে থাকতে দেখা যায় রাস্তার পাশে পুকুর কিংবা ডোবায়। এছাড়া নিয়ন্ত্রণহীন নসিমন করিমনের দোর্দণ্ড গতির মুখে সাইড নিতে গিয়ে সাইকেল কিংবা মোটরসাইকেল আরোহীকে প্রতিনিয়ত হতে হয় হেনস্থা, ঝুঁকি নিতে হয় জীবনের। রাস্তাটি মেরামতের জন্য কোনো রাজনৈতিক নেতা বিশেষ কোনো উদ্যোগ নেননি। সড়কটি এলজিইডি’র হলেও দেখভাল করছেন না তারাও। ফলে জনগণের কষ্ট লাঘব হচ্ছে না। এমন অচলাবস্থা নিরসনে এগিয়ে গেলেন আলমডাঙ্গার হাউসপুরের জাহাঙ্গীর আলম, মহাবুল হক, শহিদুল ইসলাম, রনি, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, তুষার হোসেন, আশানুর, ফিরোজ হোসেন, সাগর হোসেন, রাশিদুল ইসলাম, জনিসহ বেশ কিছু প্রাণোচ্ছল যুবক। তারা নিজেরা মিলে ভাংড়ি ইট কিনে খোয়া তৈরি করে রাস্তাটির সর্বাধিক ভাঙাচোরা অংশের বেশখানেক অংশ মেরামত করেছে। কতিপয় উদ্যোমী যুবকের এ দৃষ্টান্ত সৃষ্টিকারী কাজ এলাকাবাসীর সমীহ দৃষ্টি কেড়েছে। ভালো কিছু করার সদিচ্ছা আর পরিশ্রম করার মানসিকতা থাকলে সমাজে অনেক ভালো কিছু যে করা সম্ভব, এ যুবকেরা এলাকার মানুষের মাঝে সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রমাণ রেখেছে।