বাংলাদেশ থেকে ফের শ্রমিক নেবে সৌদি আরব

 

স্টাফ রিপোর্টার: বহু প্রতীক্ষার পর বাংলাদেশি শ্রমিকদের ফের ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। খুব শিগগিরই বাংলাদেশের শ্রমিকরা সৌদি আরব যেতে পারবেন। সৌদি আরব সফররত বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন দেশটির শ্রমমন্ত্রীর কার্যালয়ে রোববার সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর সোমবার এ কথা জানিয়েছেন সে দেশের শ্রমমন্ত্রী আবদেল ফাকেহ। দেশটির গণমাধ্যমকে তিনি বলেন, ২০০৮ সাল থেকে সৌদি আরবে বাংলাদেশি নতুন শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা ছিলো। তবে দু দেশের কল্যাণেই এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। খুব শিগগিরই আমরা বাংলাদেশিদের জন্য ভিসা দেয়া শুরু করবো। এ সময় তিনি বাংলাদেশি শ্রমিকদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার আহ্বান জানান। বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন সৌদি শ্রমমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, বিদেশে কাজ করতে ইচ্ছুক এমন ব্যক্তিদের একটি ডাটা সেন্টার তৈরি করেছে সরকার। এতে ২২ লাখের বেশি লোক নিবন্ধিত হয়েছেন। এছাড়া বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও হংকঙে যাচ্ছেন বলেও সৌদি মন্ত্রীকে অবহিত করেন তিনি।