গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে ফেনসিডিলসহ নাহারুল ইসলাম (৩৮) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার ভোর ৬টার দিকে নাহারুলের বাড়ির অদূরবর্তী একটি বাঁশবাগানে ওই অভিযান চালায় ডিবি পুলিশ । সে ওই গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে।
ডিবি পুলিশের ওসি আক্তারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফজলুল হকের নেতৃত্বে আকুবপুর গ্রামের মাদকব্যবসায়ী জিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। জিয়ার বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে এমন খবর ছিলো ডিবির কাছে। বাড়ি তল্লাশির এক পর্যায়ে পার্শ্ববর্তী বাঁশবাগানে কয়েকজন মানুষের আনাগোনা লক্ষ্য করেন ডিবি সদস্যরা। জিয়ার বাড়ি ছেড়ে বাঁশবাগানে হানা দিয়ে নাহারুলকে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হয় ওই অভিযান দলটি। তবে অভিযানের খবর পেয়ে জিয়াসহ কয়েকজন মাদকব্যবসায়ী পালিয়ে যায়। গতকালই নাহারুলকে মামলাসহ গাংনী থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয় বলে জানান ওসি আক্তারুজ্জামান।