আলমডাঙ্গার বিনোদপুরে বোমা নিক্ষেপ : বাড়ির উঠোনে বিকট শব্দে বিস্ফোরণ

 স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা বিনোদপুরে নাজিম উদ্দীনের বাড়িতে কে বা কারা বোমা নিক্ষেপ করেছে। গতরাত ১১টার দিকে বাইরে থেকে একটি বোমা ছুড়ে মারলে বোমাটি বাড়ির উঠোনে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিকট শব্দে আতঙ্ক ছড়ালেও কেউ হতাহত হয়নি।

কেন বোমা হামলা? স্পষ্ট করে জানাতে পারেনি গৃহকর্তা নাজিম উদ্দীনসহ পরিবারের সদস্যরা। চাঁদার দাবিতে, নাকি চলমান রাজনৈতিক অস্থিরতার উত্তাপ? এসব প্রশ্নেরও জবাব মেলেনি।

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের বিনোদপুরের বুদো মণ্ডলের ছেলে নাজিম উদ্দীনের পরিবারের সদস্যরা যে যার মতো ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১১টার দিকে বাড়ির বাইরে থেকে কে বা কারা একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি বাড়ির উঠোনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর প্রতিবেশীরা ছুটে আসে। খবর পেয়ে রাতেই আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মামুন অর রশীদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বোমার আলামত উদ্ধার করলেও বোমা হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।