আলমডাঙ্গায় মাদকসম্রাট সফু হেরোইনসহ আটক

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা রেলস্টেশনে র‌্যাব-৬ অভিযান চালিয়ে মাদক সম্রাট সফুকে ৪০ গ্রাম হেরোইনসহ আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে সফু বাড়িতে হেরোইন বিক্রি করার সময় ৪০ গ্রাম হেরোইন ও নগদ ১ হাজার ৫৯৪ টাকাসহ তাকে আটক করে। পরে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে থানা হেফাজতে নেয়া হয়।

জানা গেছে, আলমডাঙ্গা রেলস্টেশনপাড়ার মৃত মহর বিশ্বাসের ছেলে সাজ্জাদুল ইসলাম সফু (৩৫) এলাকার একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। সফু স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে হেরোইন, ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রি করছিলো। তার কারণে এলাকার যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়েছে। গতকাল দুপুরে গাংনী র‌্যাব ক্যাম্পের এএসপি রমজান আলীর নেতৃত্বে আলমডাঙ্গা রেলস্টেশনে সফুর বাড়িতে অভিযান চালিয়ে সফুকে ৪০ গ্রাম হেরোইন ও নগদ ১ হাজার ৫৯৪ টাকাসহ তাকে আটক করে। পরে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সফুকে থানা হেফাজতে রাখা হয়।