শিগগিরই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে নিউ শেড নির্মাণ করা হচ্ছে

আলমডাঙ্গা ব্যুরো: শিগগিরই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে নিউ শেড নির্মাণ করা হচ্ছে। ১শ ফিট লম্বা ও ২২ ফিট চওড়া ওই নিউ প্লাটফর্ম শেড নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যেই সিডিউল বিক্রি শুরু হয়েছে।

জানা গেছে, শিগগিরই গুরুত্বপূর্ণ আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের নিউ প্লাটফর্ম শেড নির্মাণ করা হচ্ছে। এ জন্য বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর প্রধান প্রকৌশলী (পশ্চিম) ইতোমধ্যেই টেন্ডার আহ্বান করেছে। সাড়ে ২৪ লাখ টাকা ব্যয়ে ১শ ফুট লম্বা ও ২২ ফুট চওড়া ওই প্লাটফর্ম শেড নির্মাণের সিডিউল গত ৭ জানুয়ারি থেকে বিক্রি শুরু হয়েছে। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩ ফেব্রুয়ারি টেন্ডার ড্রপিং করা হবে।

উল্লেখ্য, গত ২ বছর আগে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের দু পাশের প্লাটফর্ম (ডাউনের দিকে) ১শ ফিট করে সম্প্রসারণ করা হয়েছে। প্লাটফর্ম সম্প্রসারণ করা হলেও সেসময়ে শেড নির্মাণ করা হয়নি। প্রায় দু বছর পর সম্প্রসারিত অংশে শেড নির্মাণ করা হবে।