আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার প্রাগপুরে পূর্বশত্রুতার জের ধরে লিপু নামের এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে লিপুকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গার প্রাগপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে লিপুর (২৭) জমির ফসল কাটাকে কেন্দ্র করে গত কয়েক মাস পূর্বে একই গ্রামের লিয়াকত আলী বুড়োর ছেলের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় লোকজন মীমাংসা করে দিলেও পরে লিপুর এক প্রতিবন্ধী ভাই ফসল কাটা দেখে তাদের বাধা দিলে তাকে মারপিট করে। মারপিটের কারণে লিপু ক্ষিপ্ত হয়ে তাদের চড়থাপ্পড় মারে। গতকাল লিপু মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পূর্বের ঘটনার জের ধরে লিয়াকতের ছেলে মামুন ও আলাল দেশীয় অস্ত্র নিয়ে লিপুকে কুপিয়ে জখম করে। এ সময় লিপুর মোটরসাইকেলটি ভাঙচুর করে তারা। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যায়।