ক্রীড়া প্রতিবেদক: আজ বুধবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে কৃতীফুটবলারের উপস্থিতিতে প্রীতি ফুটবল ম্যাচ। প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবে সদ্য প্রতিষ্ঠিত প্রথম রাজধানী ফুটবল একাডেমী ও তালতলা ফুটবল একাদশ। এ ম্যাচ উপভোগ করার জন্য মাঠে উপস্থিত থাকবেন বাংলাদেশ হকি দলের সাবেক ম্যানেজার চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর সভাপতি প্রথম রাজধানী ফুটবল একাডেমীর সভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার, ফুটবল একাডেমীর পরিচালক সরোয়ার হোসেন মধু, শহিদুল কদর জোয়ার্দ্দার ও কৃতী ফুটবলার মামুন জোয়ার্দ্দার।